বাঘায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সড়কঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে রাজশাহীতে ঈদের দিন থেকে আজ শনিবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পাঁচ তরুণের মৃত্যু হলো।  

নিহত ব্যক্তিরা হলেন রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০)। রনি শেখ উপজেলার কলিগ্রামের ইউনুস শেখের ছেলে ও রাজু আহমেদ জোতনশী গ্রামের ইসলাম আলীর ছেলে। এই দুর্ঘটনায় তাঁদের আরেক বন্ধু বাঘা উপজেলার চকনারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবদুস সাত্তার (২১) ও অটোরিকশাচালক দুরন্ত হোসেন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন বন্ধু রনি শেখ, রাজু আহমেদ ও আবদুস সাত্তার একটি মোটরসাইকেলে সড়কঘাট থেকে নারায়ণপুরের আসছিলেন। তাঁরা সড়কঘাটের একটি করাতকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রনি শেখ মারা যান। রাজু আহমেদ ও দুরন্ত হোসেন এবং অটোরিকশাচালক আবদুস সাত্তার গুরুতর আহত হন।

পরে স্থানীয় ব্যক্তিরা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক রাকিব আহমেদ তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রাজু আহমেদ মারা যান।

নিহত রনি শেখ পেশায় একজন ট্রাক্টরচালক, রাজু আহমেদ উপজেলার মনিগ্রাম টেকনিক্যাল কলেজের ছাত্র ও দুরন্ত হোসেন ট্রাক্টরচালকের সহকারী। নিহত রনি ও রাজুকে শনিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়েছে।

এর আগে ঈদের দিন (গত বৃহস্পতিবার) রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় পবা উপজেলার দুই তরুণ মারা যান। তাঁরাও এক মোটরসাইকেলে চেপে বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপন করার জন্য বের হয়েছিলেন। পরদিন পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় পুঠিয়ার ভারুয়াপাড়া এলাকার এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।