অবৈধপথে ভারতে, অবশেষে সিলেট সীমান্তে মিলল লাশ

লাশপ্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকায় শরিফ আহমদ (২১) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছু দিন আগে আরও কয়েকজনের সঙ্গে ভারতে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁরা সবাই অবৈধপথেই ভারতে গিয়েছিলেন।

বুধবার দুপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার ১৩০১ নম্বর পিলারের পাশ থেকে শরিফের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফসহ আরও কয়েকজন যুবক কিছুদিন আগে ভারতে অবৈধ পথে কাজের সন্ধানে গিয়েছিলেন। সেখানে কাঠমিস্ত্রির কাজ করতেন তাঁরা। সম্প্রতি কাজ করতে গিয়ে আহত হন শরিফ। এরপর ভারতের জোয়াই নামের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন হলে তাঁর সহকর্মীরা তাঁকে হাসপাতাল থেকে নিজেদের জিম্মায় নেন। পরে বুধবার দুপুরে জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বর পিলারের পাশে তাঁকে রেখে চলে যান সহকর্মীরা। একজনের লাশ দেখতে পেয়ে চারিকাটা ইউপির সদস্য আজির উদ্দিনকে জানান স্থানীয়রা। পরে তিনি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশকে জানান। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফের লাশ উদ্ধার করেছে।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শরিফের লাশের পাশে একটি হাসপাতালের কাগজপত্র পাওয়া গেছে। সেটি দেখে বিষয়গুলো জানা গেছে। এদিকে নিহত ব্যক্তির ভাই পরচিয়ে এক ব্যক্তি শরিফের লাশ শনাক্ত করেছেন।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত লাশটি থানায় পৌঁছায়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি বেশ দূরে। উচু-নিচু টিলা বেয়ে যাতায়াত করতে হয়। ঘটনাস্থলে যানবাহন নিয়ে যাওয়া যায় না। এ জন্য লাশটি আনতে বিলম্ব হচ্ছে। লাশটি থানায় আনার পর পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।