জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আম্মার মিয়া ওরফে অসীমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আম্মার মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাজড়া গ্রামের টুকু মিয়ার ছেলে। জিডিতে তিনি অভিযোগ করেন, গত শনিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর গতকাল একটি মুঠোফোন নম্বর থেকে একই হুমকি দেওয়া হয়।
আম্মার মিয়া বলেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে কোন্দলের কারণে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার সমর্থকেরা এ হুমকি দিতে পারে বলে আমার ধারণা। তবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
গুলশান থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম।