তুরাগ নদে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহানগরের কড্ডা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কড্ডা খেয়াঘাট এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে সাঈম হোসেন (১২) ও একই এলাকার ইদ্রিস হাসানের নাতি মো. শিশির (১১)।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দুপুর ১২টার দিকে কড্ডা খেয়াঘাট এলাকার তুরাগ নদে গোসল করতে নামে তিন থেকে চারটি শিশু। তাদের মধ্যে দুজন নদের পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুরা তাদের খুঁজে না পেয়ে চিৎকার দেয়। তখন স্থানীয় লোকজন ছুটে এসে নদে নেমে খুঁজতে শুরু করেন। পরে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান প্রথম আলোকে বলেন, নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।