ধর্ষণ মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আরও দুই দিনের রিমান্ডে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামির আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন–অর–রশীদ এ বিষয়ে আদেশ দেন।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ও মামলার বাদীপক্ষের আইনজীবী মো. তাজউদ্দিন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)।
মো. তাজউদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ জুন আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় পুলিশের পক্ষ থেকে আজ আসামিদের আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ নিয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। মামলা করার পর ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।