বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবেক এমপির মেয়ের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ডেঙ্গু মশাপ্রতীকী ছবি

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজমেরী মোনালিসা (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

আজমেরী বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত জাফরুল হাসানের ছোট মেয়ে। তাঁর স্বামী ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ দম্পতির দেড় বছরের একটি মেয়ে আছে।

বরগুনা সদর হাসপাতালের চিকিৎসকেরা দাবি করছেন, তাঁরা সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিছুটা সুস্থবোধ করলে গতকাল সকালে চিকিৎসকদের কাছে অনুরোধ করে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান আজমেরী। রাতে শ্বাসকষ্ট হলে আবার তাঁকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

আজমেরীর পরিবার জানায়, গত বুধবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তির সময় আজমেরীর রক্তে ১ লাখ ৪৪ হাজার প্লাটিলেট থাকলেও এক দিনের ব্যবধানে তা কমে ৪৪ হাজারে নেমে আসে। পরে গতকাল দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান। পরে সন্ধ্যার দিকে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরীক্ষায় তাঁর রক্তে মাত্র ২৫ হাজার প্লাটিলেট পাওয়া যায়।

আজমেরীর বড় ভাই মঈনুল হাসান বলেন, ‘আমার বোনের রক্তের প্লাটিলেট যখন ১ লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজারে নামে, তখন উন্নত চিকিৎসার দাবি করলেও চিকিৎসকেরা তা শোনেননি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠানো হলে এ ধরনের ঘটনা ঘটত না।’

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাজকিয়া সিদ্দিকীহ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বর্তমানে জেলায় ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২৫০ শয্যা হাসপাতালে প্রায় চার শতাধিক রোগী ভর্তি আছেন। এর মধ্যে প্রায় এক থেকে দেড় শ রোগীই ডেঙ্গু আক্রান্ত। ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা দল গঠন করা দরকার।’

জেলার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে এখন পর্যন্ত বরগুনা জেলায় ১ হাজার ২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে এ রোগে মারা গেছেন মোট ৩ জন।