নতুন হাঁটতে শেখা শিশুটির লাশ ভাসছিল বাড়ির পাশের পুকুরে

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদায় দেড় বছর বয়সী এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা গেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার বোদা সদর ইউনিয়নের মণ্ডলহাট-বোসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম সানজিত দেব। সে ওই এলাকার কৃষক আমানন্দ দেব ও স্বপ্না রানী দম্পতির একমাত্র সন্তান।

শিশুটির পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে বোদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজবী আলম প্রথম আলোকে বলেন, আজ বিকেলে শিশু সানজিতের বাবা আমানন্দ দেব বাড়ি থেকে কিছুটা দূরে বাদামখেতে কাজ করছিলেন। এ সময় শিশুটির মা স্বপ্না রানী বাড়ির উঠানে বসে বাড়িতে আনা বাদামগাছ থেকে বাদাম আলাদা করার কাজ করছিলেন।

এ সময় নতুন হাঁটতে শেখা সানজিত খেলতে খেলতে মায়ের অজান্তে বাড়ির বাইরের উঠানে চলে গিয়েছিল। এর কিছুক্ষণ পরই প্রতিবেশী একটি শিশু সানজিতের সঙ্গে খেলার জন্য তাদের বাড়িতে আসছিল। এ সময় ওই শিশুটি সানজিতকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে শিশু সানজিতের মাসহ আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পুকুর থেকে তুললেও ততক্ষণে প্রাণ ছিল না সানজিতের দেহে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।