মাধবদীতে তালের পিঠা খাওয়ার পর শিশুর মৃত্যু, অসুস্থ আরও ৬

প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তালের পিঠা খেয়ে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই তালের পিঠা খেয়ে অসুস্থ হয়েছেন পরিবারটির তিন শিশুসহ আরও ছয়জন। অসুস্থ ব্যক্তিদের মধ্যে দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাতে মাধবদীর পাইকারচর ইউনিয়নের বালাপুর দক্ষিণপাড়া গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটির নাম আবু সুফিয়ান (১০)। সে মাধবদীর পাইকারচর ইউনিয়নের বালাপুর দক্ষিণপাড়া গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। পরিবারটির অসুস্থ ছয়জন হলেন আসমা বেগম (৪০), নতুন ভূঁইয়া (৫৫), ফাহিমা আক্তার (১৭), রাবেয়া আক্তার (১০), ফাহাদ ভূঁইয়া (৮) ও চাহাদ ভূঁইয়া (৬)।

পিঠা খেয়ে পরিবারটির চার শিশুসহ সাতজন অসুস্থ হয়ে পড়েন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, আসমা বেগম স্থানীয় একটি ডাইং কারাখানায় শ্রমিকের কাজ করেন। গতকাল কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি একটি দোকান থেকে ময়দা কেনেন। বাড়িতে ফিরে ওই ময়দা দিয়ে পরিবারের সদস্যদের জন্য তালের পিঠা বানান তিনি। ওই পিঠা খেয়ে পরিবারটির চার শিশুসহ সাতজন অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শিশু আবু সুফিয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান চিকিৎসকেরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বাকি ছয়জনের মধ্যে দুজনকে ওই বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বেসরকারি হাসপাতালটির চিকিৎসকেরা।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে আবু সুফিয়ান নামের ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিহত শিশুটির লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।