স্ট্যাম্প জালিয়াতি মামলায় সাজা ৩ বছর, পালিয়ে ছিলেন ১৮ বছর
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্ট্যাম্প জালিয়াতির একটি মামলায় নিজামুল ইসলাম মজুমদার (৪২) নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত।
২০০৪ সালে জালিয়াতি মামলাটি হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকার ১৮ বছরে এসে শেষ পর্যন্ত সোমবার দুপুরে ছাগলনাইয়া থানার মটুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর নিজামুল ইসলামকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিজামুল ইসলাম মজুমদার ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের বাসিন্দা। ২০০৪ সালে তাঁর বিরুদ্ধে একটি স্ট্যাম্প জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে ২০১৪ সালে তাঁর অনুপস্থিতিতে ফেনীর একটি আদালত নিজামুলকে তিন বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরই মধ্যে তিনি বিদেশেও পাড়ি জমান। দেশে ফিরেও গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন। গতকাল রোববার রাতে তিনি বাড়িতে এসেছেন—এমন খবর পায় পুলিশ। পরে আজ দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নিজামুলকে গ্রেপ্তার করা হয়।