নোয়াখালীতে ৪ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত

গ্রেপ্তারপ্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. মোস্তফাকে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চৌমুহনী হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ বুধবার বিকেলে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। গতকাল জেলা পুলিশ অভিযান চালালেও বিষয়টি জানানো হয়েছে আজ।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে চৌমুহনী হকার্স মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখানে মোস্তফাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া কনস্টেবল মোস্তফার বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি প্রায় তিন বছর ধরে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।