বিশেষ আইন করে ঋণখেলাপিদের ধরার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী

আবদুল মজিদ কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায়
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ঋণখেলাপিদের ধরার জন্য সরকার আলাদা কোনো আইন করতে পারে না। বিশেষ আইন করে তাঁদের ধরার সুযোগ নেই। সরকার সেটা করবে না। ঋণ আদায়ের আইনগত পদ্ধতি আছে। ব্যাংকগুলো খেলাপিদের বিরুদ্ধে মামলা করতে পারে। এর বাইরে কোনো পদ্ধতি নেই।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় আবদুল মজিদ কলেজের একাডেমিক ভবন ও মাল্টিপারপাস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তাঁর বাড়ি শান্তিগঞ্জেই।

জাতীয় নির্বাচনের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা যদি বলে, নির্বাচন ভালো, তাহলেই ভালো। কিন্তু অনেক পণ্ডিত আছেন, এখানে–ওখানে বক্তব্য দেন। নানা কথা বলেন। আমরা এসব শুনি। কিন্তু আমরা সবার জন্য যা ভালো সেটাই করি।’

জামায়াতে ইসলামী দলের প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। জামায়াত নিবন্ধন পাবে কি না, নির্বাচনে অংশ নিতে পারবে কি না— এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো কিছু করার নেই।’ তিনি আরও বলেন, ‘জামায়াত জঙ্গি সংগঠন, এটা অনেকেই বলে, আমিও বলি। এটা বিষয় নয়। দেশে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের ধরবে, মামলা দেবে। এসব তো ফৌজদারি অপরাধ। কেউই আইনের ঊর্ধ্বে নই, আমিও না।’

সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে এম এ মান্নান বলেন, সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।