২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয় মণ্ডল
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বিলে গরুকে গোসল করানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর শরীরের ওপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর সঙ্গে গরুটিও মারা যায়।

নিহত শিক্ষার্থীর নাম জয় মণ্ডল (১৮)। তিনি উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের তরুণ মণ্ডলের ছেলে। তিনি মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

জয় মণ্ডলের চাচা শ্যামল মণ্ডল জানান, আজ দুপুরে জয় ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে গরুকে গোসল করানোর জন্য নিয়ে যান। বিলের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি সোজা রাখার জন্য টানা তারের সঙ্গে তিনি গরুর দড়ি বেঁধে রাখেন। বেলা একটার দিকে গোসল করানোর সময় গরু দড়ি টান দিলে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে জয়ের ও গরুর শরীরের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটি ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

অভয়নগর থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।