সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, ত্রুটিপূর্ণ উড়োজাহাজ সচল হয়নি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিকল হয়ে পড়া বাংলাদেশ বিমানের উড়োজাহাজ
ছবি: প্রথম আলো

চার ঘণ্টা পর সৈয়দপুর-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর নোজ হুইলে (সামনের চাকায়) ত্রুটি দেখা দেয়। ফলে রানওয়েতে পড়ে থাকা উড়োজাহাজটি সচল করার চেষ্টা করে বিফল হয় কর্তৃপক্ষ।

পরে অচল উড়োজাহাজটি পার্কিং বেতে আনা হয়। এরপর উড়োজাহাজ চলাচল শুরু হয়।

আরও পড়ুন

দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের ত্রুটি সারতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ত্রুটি সারতে সময় লাগছে। এ কারণে ত্রুটিপূর্ণ বিমানটি পার্কিং বেতে রেখে অন্যান্য ফ্লাইট চলাচল শুরু হয়। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।