গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কমিটিতে পদ না পওয়া নেতা–কর্মীরা। আজ শুক্রবার দুপুরে মহানগরীর তেলিরপাড়া থেকে চান্দনা চৌরাস্তায় গিয়ে বিক্ষোভটি শেষ হয়
ছবি: প্রথম আলো

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই কমিটিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা। আজ শুক্রবার দুপুরে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়লের নেতৃত্বে মিছিলটি মহানগরীর তেলিরপাড়া থেকে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

গতকাল বৃহস্পতিবার আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক, ইয়াসির আকরামকে (পলাশ) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে ১০৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন (টুকু) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের (মিল্টন) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব—এই তিনজনের স্বাক্ষরে ইউনিট কমিটি গঠনসহ সব সিদ্ধান্ত গৃহীত হবে।

সদ্য ঘোষিত এই কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে উল্লেখ করেছেন পদবঞ্চিতরা। তাঁদের অভিযোগ, যাঁরা ত্যাগী, মিছিল–মিটিং করেন, দল করতে গিয়ে একাধিক মামলার আসামি হয়েছেন, তাঁদের কমিটিতে রাখা হয়নি। ১০৩ সদস্যের কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেককেই চেনেন না। তাঁদের আগে কোথাও কোনো পদ ছিল না। আহ্বায়ক ও সদস্যসচিবকে টাকা দিয়ে তাঁরা পদ পেয়েছেন। এই কমিটিকে বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল বলেন, ‘যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি করতে গেলে দল থেকে বলা আছে, সদ্য ছাত্রদের থেকে মিনিমাম ৩০ শতাংশ রাখতে হবে। আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমাকেও রাখেনি। আমি ছাড়াও ত্যাগী, নির্যাতনের শিকার, মামলার আসামি, কারাবরণ করেছে—এমন কেউ পদ পায়নি। ১৯ বছর ধরে রাজনীতি করেছি, সবাইকে আমি চিনি বা জানি। কিন্তু ১০৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা যে করেছে, তাদের কেন্দ্রীয় তো দূরের কথা, আহ্বায়ক ও সদস্যসচিবও ৩০ থেকে ৩৫ জনের বেশি কারও নাম বলতে পারবে না।’

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যাচাই–বাছাই করেই নতুন এই কমিটি ঘোষণা করেছে। আমার জানামতে, ১০৩ সদস্যের এই কমিটির সবাই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। যারা পদ পায়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তী সসয়ে তারাও সুযোগ পাবে।’