লক্ষ্মীপুরে ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার তরুণী, হাসপাতালে মা-ভাই

লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আনিকা আক্তার (১৮) নামের এক তরুণী দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আনিকা আক্তারের মা জোছনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (৯) দগ্ধ হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আনিকা আক্তার ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনিকা তাঁর মা জোছনা বেগম ও ছোট ভাই রোকন মাহমুদের সঙ্গে একই কক্ষে ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত একটার দিকে ওই ঘরে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরে থাকা আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয় লোকজন জোছনা বেগম ও রোকন মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সময় আনোয়ার হোসেন বাড়িতে ছিলেন না।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা বলেন, আগুনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার আগেই টিনশেডের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনাটি হৃদয়বিদারক। এ ঘটনায় দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।