পাথরঘাটায় সাড়ে পাঁচ মণ হরিণের মাংস জব্দ, আটক ৩

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনসংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ (২২০ কেজি) হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছেন পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হরিণঘাটা বনসংলগ্ন বিষখালী নদী থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের আফজাল হোসেন (৪৫) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মো. হারুন (৩৫) ও ওই গ্রামের আবদুল মান্নান (৫৫)। এ সময় মাঝি আবুল বাসার শিকদার ও শাহাদাত হোসেন নামে অপর দুই ব্যক্তি পালিয়ে যান।কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার ফিরোজ জামান আজ বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, হরিণ শিকার করে বিষখালী নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা থেকে সাড়ে পাঁচ মণ (২২০ কেজি) হরিণের মাংস জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। এ সময় ওই নৌকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক আফজাল হোসেন জানান, ১০টি হরিণ শিকার করে মাংস নিয়ে আজ সকালে বিষখালী নদী হয়ে পাথরঘাটার দিকে রওনা হলে কোস্টগার্ড তাঁদের ধাওয়া দেয়।

পাথরঘাটা বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, ২২০ কেজি হরিণের মাংস পাথরঘাটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে তাঁদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।