‘কাউকে পেছনে ফেলে এগোনো সম্ভব নয়’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত ব্যক্তি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি, তরুণ ও যুবাদের নানা আয়োজন।

এসডিজি প্রচারাভিযান অনুষ্ঠানে (বাঁ থেকে) রওশন আরা চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, আনোয়ারা আলম, সাজ্জাদ শরিফ, শীলা তাসনীম হক, মো. আব্দুল কাইয়ুম ও মো. গোলাম সরওয়ার। গতকাল বেলা একটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: সৌরভ দাশ

কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ গঠনে প্রত্যেক মানুষের অবদান দরকার। আর প্রতিবন্ধীরা এখনো নানা সমস্যায় জর্জরিত। তাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ঘটাতে হবে। এ ক্ষেত্রে প্রথমে আত্মোন্নয়ন ঘটাতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে চট্টগ্রামে প্রচারাভিযানের মুক্ত আলোচনাপর্বে অংশ নিয়ে এভাবে নিজের বক্তব্য তুলে ধরেন প্রতিবন্ধী বেলাল হোসেন।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে ইউএনডিপি ও ইউএন এনভায়রনমেন্টের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো আয়োজিত ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়ন করে প্রথম আলো বন্ধুসভা।

সকাল নয়টায় শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু। পরে মিলনায়তনে শুরু হয় আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি শিল্পকলার প্রাঙ্গণে চলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রচারাভিযানের সফলতা কামনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বন্ধুসভার জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন সনাক চট্টগ্রামের সহসভাপতি রওশন আরা চৌধুরী, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার, শিক্ষাবিদ আনোয়ারা আলম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনীম হক, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও বন্ধুসভা চট্টগ্রামের সভাপতি শিহাব জিশান।

অনুষ্ঠানে এসডিজি–বিষয়ক নানা তথ্য উপস্থাপন করেন ইউএনডিপির এসসিফোর এসডিজি প্রজেক্ট অ্যাসোসিয়েট ফারহানা রাজ্জাক। অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম।

‘নেতৃত্বের চর্চা করতে হবে’

শীলা তাসনীম হক বলেন, যুব, নারীসহ সবার অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব। কাউকে বাদ দিয়ে এগোনো যাবে না। আর এগিয়ে যেতে হলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করা ছাড়া উপায় নেই।

সাজ্জাদ শরিফ নারী ও যুবাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখন যা করবেন, সেটার ফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম। ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ, ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে।’

পুরস্কার যাদের হাতে

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রংতুলিতে নিজের কল্পনা রাঙিয়েছে। পরে তাদের মধ্যে তিনজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির নাজরাবীন বিনতে মোর্শেদ। দ্বিতীয় হয়েছে সিডিএ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির নুসাইবা হাসান ও তৃতীয় পুরস্কার জিতে নেয় পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মৌ বিশ্বাস। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূর্ছনা চক্রবর্তী, দ্বিতীয় চট্টগ্রাম কলেজের নাজিফা তাজনূর ও তৃতীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র তানভিরুল আলম।