লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রোমান ওরফে ক্যাপ রোমান (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমান বন্দর উপজেলার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিকের পক্ষের লোকজনের সঙ্গে রোমান ও তাঁর পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে গত বৃহস্পতিবার রোমান ও তাঁর লোকজন অনিকের পক্ষের চারজনকে মারধর করে তাঁদের মুঠোফোন রেখে দেন। এ নিয়ে গতকাল বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় প্রতিপক্ষের লোকজন রোমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয় লোকজন রোমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।