বাঞ্ছারামপুরের যে বিদ্যালয়ে টানা সাত বছর ধরে পাসের হার শতভাগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩ শিক্ষার্থী। টানা সাত বছর ধরে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ে পাসের হার শতভাগ।

গত শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর উজানচর কে এন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৩ পরীক্ষার্থী। ২০২২ সালে ১১১ পরীক্ষার্থী, ২০২১ সালে ১৭০ পরীক্ষার্থী, ২০২০ সালে ১১০ পরীক্ষার্থী, ২০১৯ সালে ৮৫ পরীক্ষার্থী, ২০১৮ সালে ৬৩ পরীক্ষার্থী ও ২০১৭ সালে ১১৯ পরীক্ষার্থী অংশ নেয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯০৫ সালের উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর গ্রামে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভগবান চন্দ্র রায় ও দ্বারিকানাথ রায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০। এমপিওভুক্ত ১৫ জনসহ বিদ্যালয়ে শিক্ষক আছেন ২৫ জন।

এ বছর এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. আরিফুজ্জামান বলে, শিক্ষকেরা খুব আন্তরিকতা আর যত্ন নিয়ে পড়ান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের সব শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার খোঁজ নেন। নির্বাচনী পরীক্ষার পর টেস্ট পেপারের প্রশ্ন সমাধান করা হয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান বলেন, ‘আমার ইউনিয়ন অনেক পিছিয়ে পড়া। সভাপতির দায়িত্ব পাওয়ার পর এসএসসি পরীক্ষার ফলাফলে মনোনিবেশ করি। শতভাগ পাস নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করি। শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে সাত বছর ধরে টানা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে আসছে।’