মাদকসহ আটক, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতিকে বহিষ্কার

ছাত্রলীগ নেতা আবু রায়হান
ছবি: সংগৃহীত

হেরোইনসহ পুলিশের হাতে আটকের ঘটনায় নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান ওরফে প্রবানকে (৩২) বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে বহিষ্কার করা হয় বলে জানান নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল।

রবিউল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আবু রায়হানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।’

বহিষ্কৃত আবু রায়হান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রায়হান ও তাঁর সহযোগী তফসির খানকে (২৫) আটক করে। এ সময় রায়হানের দেহে তল্লাশি চালিয়ে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পূর্ব) মো. সাইদুর রহমান। তিনি বলেন, আবু রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাঁকে গত বছরের ১০ জুলাই ১০টি ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করে।