ফরিদপুরে ডেঙ্গু জ্বরে দুই নারীসহ তিনজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে
ফাইল ছবি: প্রথম আলো

ফরিদপুরে বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা) ফরিদপুরে নতুন করে আরও ২৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ৩৩৭ ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের বাইরে উপজেলা পর্যায়ে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সদর উপজেলার ইসাইল গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী মরিয়ম বেগম (৪০)। তিনি বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত অপর নারী হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ঘরিণাডাঙ্গা গ্রামের খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০)। তিনি গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাত সোয়া নয়টার দিকে মৃত্যু হয় তাঁর।
এ ছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের শেখ ইসাহাক (৭৫)। তিনি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই হাসপাতালে র্ভতি হন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ২১ জুলাই থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন অবস্থায় মোট ৩০ জনের মৃত্যু হলো।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩১ জন।