পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

প্রতীকী ছবি

দশম শ্রেণির প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে নিচে পড়ে। এতে একজন ছাত্র জখম হয়েছে। আজ শনিবার যশোর জিলা স্কুলে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত ওই ছাত্রের নাম মোবাশ্বের রহমান (১৫)। সে যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার মিজানুর রহমানের ছেলে। যশোর জিলা স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দিবা শাখার শিক্ষার্থী সে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই আহত মোবাশ্বের রহমানকে বিদ্যালয় চত্বরে অবস্থিত বিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত ছাত্রের মা জলি আফরোজ সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমি জিলা স্কুলের পাশে স্কুল ক্লিনিকে গিয়ে দেখি, আমার ছেলের মাথায় ব্যান্ডেজ বাঁধা। পরে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নিয়ে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। এরপর চিকিৎসা দিয়ে তাকে বাসায় নেওয়া হয়েছে।’

এ ঘটনায় বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, জিলা স্কুলে পুরোনো ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে। এ জন্য বিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন তাঁরা।

এ বিষয়ে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, ‘বিষয়টা খুব দুঃখজনক। অল্পের জন্য ফ্যানটা সরাসরি ওই ছাত্রের মাথায় পড়েনি। আমরা শ্রেণিকক্ষের সমস্ত ফ্যান চেক করে দেখছি।’