আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সুনামগঞ্জের মতিউর রহমান

মতিউর রহমান
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে। রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পেয়েছেন তিনি।

এর আগে গতকাল শনিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের মতিউর রহমানকে দলটির উপদেষ্টা হিসেবে ঘোষণা দেন। মতিউর রহমানকে তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

মতিউর রহমান দীর্ঘ ৯ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গত ৭ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন দলের জাতীয় কমিটির সদস্য হিসেবে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে নেতাদের মধ্যে বিভক্তি থাকলেও মতিউর রহমান সবাইকে নিয়ে কাজ করেছেন। জেলার প্রবীণ রাজনীতিবিদ হিসেবে সবাই তাঁকে সম্মান করতেন।

মতিউর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘১৯৬৩ সালে ছাত্রলীগ করার মধ্য দিয়ে আমার রাজনীতি শুরু। আমি মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনভর মানুষের কল্যাণে রাজনীতি করেছি। কখনো দল ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাইনি। আমি মনে করি, নেত্রী আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন করেছেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’