বসতঘরে এক দড়িতে ঝুলছিল মা ও দুই শিশুর লাশ

ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজেদের বসতঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা এক দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও তাঁর দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ি বাড়িতে আজ মঙ্গলবার সকাল আটটার দিতে লাশগুলো ঝুলতে দেখেন ওই নারীর স্বামী। খবর পেয়ে পুলিশ এসে দুপুরে লাশগুলো উদ্ধার করে।

নিহত তিনজন হলেন ফরিদগঞ্জের পূর্ব লাড়ুয়া গ্রামের মো. আরিফের স্ত্রী সীমা আক্তার (২৭), তাঁর চার বছরের এক মেয়ে আরিফা ও দেড় বছরের মেয়ে আরিয়া। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশী সূত্রে জানা যায়, রাঢ়ি বাড়ির দুবাইপ্রবাসী মো. আরিফ গত ২ মার্চ দেশে ফেরেন। ঘরের বাইরে পুকুরপাড়ে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সকাল আটটায় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা একটি দড়িতে স্ত্রী সীমা আক্তার ও তাঁদের দুই সন্তান ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। এ খবর পেয়ে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করেছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, সীমার স্বামীর সঙ্গে অন্য কোনো নারীর পরকীয়া থাকতে পারে বলে অভিমানে এ ঘটনা ঘটতে পারে। কিন্তু অন্য কোনো ঘটনা আছে কি না, তা কেউ বলতে পারছেন না।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে।’