পাবনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

পাবনায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের কামার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল আলিম (৪০)। এ ঘটনায় তাঁর ভাতিজা তানজিল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। তানজিল নিহত আবদুল আলিমের ভাই আবদুল হালিমের ছেলে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈতৃক বাড়ির একটি আম গাছ নিয়ে বড় ভাই আবদুল হালিমের সঙ্গে আবদুল আলিমের বিরোধ চলছিল। দুজনই আম গাছটি নিজের বলে দাবি করতেন। আজ বেলা ১১টার দিকে আবদুল আলিম ওই গাছ থেকে আম পাড়তে যান। এ সময় ভাতিজা তানজিল হোসেন তাঁকে আম পাড়তে বাধা দেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তানজিল ক্ষুব্ধ হয়ে আবদুল আলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আলিমকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই তানজিলকে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ দাফনের পর রাতে মামলা করবেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।