ফেনীতে নছিমন উল্টে যুবক নিহত, আহত ৯

দুর্ঘটনায় উল্টে যাওয়া নছিমন। আজ মঙ্গলবার দুপুরেছবি-প্রথম আলো

ফেনীতে নছিমন উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকির হোসেন (৩০)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের নিয়োজিত শ্রমিকদের নিয়ে নছিমনটি ফেনীর লেমুয়া এলাকা থেকে উপজেলা সদরে ফিরছিল। রামপুর রাস্তার মাথা এলাকায় একটি চাকা বিস্ফোরণের পর নছিমনটি উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ১০ জনকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুহুল মহসিন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি পুলিশ হেফাজতে রয়েছে।