ঘুমধুমে বিকট শব্দে অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয়, ওপার থেকে গুলি

মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুমের নয়াপাড়া বিলে এই মর্টার শেলটি পাওয়া যায়। শুক্রবার এটি নিষ্ক্রিয় করা হয়
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়পাড়া বিলে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মর্টার শেল নিষ্ক্রিয় করার পর মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুমের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন বলেন, বিজিবির ২০-২৫ জনের একটি দল মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এর কয়েক মিনিট পর মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলিবর্ষণ শুরু হয়। এপারে একের পর এক গুলি আসতে থাকে। এ সময় অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি করেন। কেউ কেউ জমিতে শুয়েপড়েন। পরে একে একে নিরাপদে অন্যত্র চলে যান।

আরও পড়ুন

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়ার সীমান্ত এলাকার একটি বিলে মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে থাকা বিজিবির কক্সবাজার অঞ্চলের কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মো. আজিজ সাংবাদিকদের জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এপারে গুলি এসে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ঘুমধুমের সীমান্ত–পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত শান্ত ছিল। ওপার থেকে কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি সীমান্তের এপারের মানুষ। মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানোর পর ওপার থেকে অন্তত ২৫-৩০টি গুলির শব্দ শোনা গেছে।