সিলেটের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ
প্রতীকী ছবি

সিলেট নগরের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন প্রকল্প ও নতুন সংযোগ লাইন স্থাপন কাজের জন্য আগামীকাল শনিবার এবং পরদিন বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট নগরের শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকার শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, লাকড়িপাড়া, ভাটাটিকর, সাদিপুর, রাজপাড়াসহ আশপাশের এলাকায় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরদিন ধোপাদীঘির পাড়া ১১ কেভি ফিডারের আওতাধীন উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবরি হাওর, ফুলতলী মাদ্রাসা, কাঁচাবাজার, সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর ওসমানী জাদুঘর ও হাফিজ কমপ্লেক্স এলাকায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন প্রকল্প ও নতুন লাইন স্থাপনের কাজ, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে এই সময়ে বিদ্যুতের সঞ্চালন লাইন চালু হিসেবে গণ্য করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ নির্দিষ্ট সময়ের আগেই স্বাভাবিক করা হবে।