ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলায় ধানখেতে সেচ দিতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হবি শেখ (৫২) ওই গ্রামের প্রয়াত সৈয়দ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে হবি শেখ ধানখেতে সেচ  দেওয়ার জন্য জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখেন কৃষক বেলায়েত শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পড়ে রয়েছেন। খবর পেয়ে পুলিশ পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হাবিবুর রহমানের ভাগনে নাসির হাওলাদার বলেন, গ্রামের বেলায়েত শেখের ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে তাঁর মামার মৃত্যু হয়েছে। বেলায়েত শেখের বিরুদ্ধে তাঁরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে হবি শেখের লাশের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।