নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ মামুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মামুন বাংলাবাজার এলাকার ওমান প্রবাসী মো. শেখ ফরিদের ছেলে।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে পরিবারের নারী সদস্যরা পুকুরে হাঁড়িপাতিল ধোয়ার জন্য যান। তাঁদের পেছন পেছন শিশু মামুনও পুকুরপাড়ে যায়। কিন্তু তাঁদের অগোচরে কোন এক সময় শিশুটি পুকুরপাড় থেকে পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে দীর্ঘ সময় না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল নয়টার দিকে পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয় বাংলাবাজারের পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস প্রথম আলোকে বলেন, পুকুরের পানিতে ডুবে চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে পরিবারের কেউ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।