আগুন কেড়ে নিল তিন শতাধিক কবুতরের প্রাণ, ব্যবসায়ীরা হলেন সর্বস্বান্ত

বান্দরবানের থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীরা সম্পদ আর তিন শতাধিক কবুতর হারিয়েছে জীবন। সর্বস্বান্ত ব্যবসায়ীরা দোকানের পোড়া ভিটায় বিলাপ করতে করতে বলছেন, কিছুই নেই, সব শেষ। মৃত মা কবুতর বাচ্চা ও তা দেওয়া ডিম আগলে পড়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে গিয়ে এই করুণ দৃশ্য দেখা গেছে।

গতকাল বুধবার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কবুতরগুলো প্রাণ হারায় এবং বাজারের ৬০টি দোকান পুড়ে যায়। আজ সকাল থেকে ব্যবসায়ীরা দোকানের ভিটায় এসে পোড়া চাল–ডাল ও অন্যান্য মালামাল সরিয়ে ফেলছেন।
কোনো কোনো দোকানে এখনো পোড়া চাল, বাদামের স্তূপ থেকে ধোঁয়া উঠছে।

বান্দরবানের থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া কবুতর
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডে ৫৩টি দোকান ও ৩টি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে।একেকটি দোকানে ৮ থেকে ৭০ লাখ টাকার মালামাল ছিল বলে বলীপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অংসিংম্যা মারমা জানিয়েছেন। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ীদের কমপক্ষে ১১ থেকে ১২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী সমিতির সদস্য আবুল কালাম জানান, বাজারের অর্ধেক ব্যবসায়ীর দোকানপাট পুড়ে গেছে। বাদশা সওদাগর, বুলবুল, প্রদীপ, আবু সামা—বাজারের বড় ব্যবসায়ী। তাঁদের প্রত্যেকের ৫০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এপ্রিলের মাঝামাঝিতে পাহাড়িদের বৈসাবি উৎসবকে সামনে রেখে প্রত্যেক দোকানি পণ্য মজুত করে রেখেছিলেন। তা ছাড়া এখন বাদাম ও হলুদের মৌসুম। একেকটা দোকানে ৫০ থেকে ২০০ মণ পর্যন্ত কিনে রেখে দেওয়া সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানদার নীহার বিন্দু চাকমা জানান, তিনি রাতে দোকান বন্ধ করে পাড়ায় থাকেন। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বাজারে পৌঁছার আগেই তাঁর দোকান পুড়ে শেষ হয়ে গেছে। গরু বিক্রি করে বিজু উৎসবের জন্য কাপড়চোপড়, প্রসাধনপণ্য ও চাল মজুত করে রেখেছিলেন। এখন গরুও শেষ, মালামালও শেষ হয়ে সর্বস্বহারা হয়েছেন। খাতাপত্র পুড়ে যাওয়ায় কার থেকে কত টাকা পাবেন, তা–ও জানা নেই।

এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পেয়ার মোহাম্মদ বলেন, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এই অগ্নিকাণ্ডে বলীপাড়া বাজারের ব্যবসায়ীদের পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

পুড়ে গেছে মা কবুতর

বাজারের অগ্নিকাণ্ডে তিন শতাধিক কবুতর পুড়ে মরে গেছে। বেশির ভাগই মা কবুতর। মা কবুতরগুলো সদ্যোজাত বাচ্চা ও অনাগত বাচ্চার ডিম আগলে পড়ে রয়েছে। পুরুষ কবুতর উড়ে জীবন রক্ষা করলেও মাতৃস্নেহের কারণে সদ্যোজাত বাচ্চাদের ছেড়ে যেতে পারেনি মা কবুতরগুলো। পুড়ে যাওয়া বাজারের শেড ও বিভিন্ন দোকানের পাশে এই কবুতরগুলো থাকত বলে বাজারের লোকজন জানিয়েছেন। এই জালালি কবুতর কেউ মারে না, বাজারের লোকজনই খাবার দিয়ে পালন করেন।