ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ পাঁচজন গ্রেপ্তার

ফেনীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ পাঁচ সদস্য। গতকাল মঙ্গলবার রাতেছবি: সংগৃহীত

ফেনীতে অভিযান চালিয়ে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার যুবকদের একজন স্থানীয় কিশোর গ্যাং পিএনএফ-এর প্রধান এবং বাকিরা সদস্য বলে জানিয়েছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা ব্যাপারী বাড়ির বাসিন্দা মো. তাজুল ইসলাম (২৮), হবিগঞ্জের বানিয়াচং কুমড়ী নজিরপুরের মো. কামাল হোসেন (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকার মো. ইমন (১৯), নোয়াখালী সদরের উদয় সাধুর হাট এলাকার মো. বেলাল হোসেন (২০) এবং একই জেলার কবিরহাটের কালামুন্সির এলাকার মো. নজরুল ইসলাম (২০)। তাঁদের মধ্যে তাজুল ইসলাম পিএনএফের প্রধান বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কিশোর গ্যাং পিএনএফের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী রেলস্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। খবরের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, পিএনএফ এলাকায় দুর্ধর্ষ কিশোর গ্যাং হিসেবে পরিচিত। ফেনীর রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক বিক্রির সঙ্গে গ্যাংয়ের সদস্যরা জড়িত রয়েছেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।