রাজবাড়ীতে অন্যমনস্ক হয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় অন্যমনস্ক হয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপীঠ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম বাবুল শেখ (২২)। তিনি চন্দনী ইউনিয়নের জুকাই গ্রামের বকু শেখের ছেলে। তাঁর পালিত বাবার নাম সৈয়দ আলী শেখ।

স্থানীয় বাসিন্দা মহসিন রেজা বলেন, মাস তিনেক আগে বাবুল শেখ বিয়ে করেন। আজ সকাল সাড়ে আটটার দিকে অন্যমনস্ক হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। তাঁর একটি হাত ও পা কাটা পড়ে। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে তরুণের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ৩০ আগস্ট রাজবাড়ী-ভাঙ্গা রেললাইনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় ফজর নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে সবুর আলী (৬২) নামের এক বৃদ্ধ মারা যান। তিনি খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।