গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকা চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে চুরির অভিযোগ উঠেছে। ছবি আজ সকালে তোলাছবি: প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে বামন্দী বাসস্ট্যান্ড–সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট শাখার ব্যবস্থাপক হামিদুর রহমান বলেন, গতকাল ব্যাংকে লেনদেন বন্ধের পর হিসাব করে টাকা ভল্টে রাখা হয়। এরপর শাখাটি বন্ধ করে চলে যান কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে তিনি ব্যাংকটির প্রধান ফটকের তালা খুলে দেখেন যে ভল্টের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি এবং তাঁদের লেনদেন স্বাভাবিকভাবে চলবে।

পুলিশ এবং ব্যাংকটিতে নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা জানান, যাওয়ার সময় ব্যাংকটির সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) ও ভিডিও সংরক্ষণে থাকা হার্ড ড্রাইভ (ডিডিআর) নিয়ে গেছে চোরেরা, ফলে চুরির সময়ের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

এজেন্ট ব্যাংকটির দায়িত্বে আছেন সাজ্জাদুর রহমান। তিনি বলেন, বামন্দী বাজারে নিরাপত্তারক্ষীরা সারা রাত পাহারা দেন। এরপরও গ্রিল কেটে কীভাবে ব্যাংকের মতো একটি স্থানে চুরির ঘটনা ঘটে? আগের মতো পুলিশ এসব বাজার নজরদারি করে না। এ কারণে এমন ঘটনা ঘটছে।

ঘটনার পরপর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বানী ইসরাইল জানান, ব্যাংকে চুরির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে। দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।