সৈয়দপুরে উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকায় ত্রুটি, ১২ ঘণ্টা পর অন্য ফ্লাইটে যাত্রীরা

সৈয়দপুর বিমানবন্দর
ফাইল ছবি

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকায় ত্রুটি দেখা দেয়। এ ঘটনায় উড়োজাহাজটির যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। প্রায় ১২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ওই উড়োজাহাজের যাত্রীদের একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের ২৫ যাত্রীকে নভোএয়ারের (নভো-৯৬২) ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানের উড়োজাহাজটি (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকায় ত্রুটি দেখা দেয়। এতে যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাতযাপনের ব্যবস্থা করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের নভোএয়ারের (নভো-৯৬২) ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।