খুলনায় বন্ধ পাটকলের শ্রমিকদের মানববন্ধন, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে
ছবি: প্রথম আলো

খুলনায় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন বেসরকারি পাটকল ও হুগলি বেকারির শ্রমিকদের চূড়ান্ত পাওনা ঈদের আগে এককালীন পরিশোধের দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার শ্রমিকেরা নগরের শিরোমনি এলাকায় খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন করে এসব দাবি জানান। বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মানববন্ধনের আয়োজন করে।

বন্ধ হয়ে যাওয়া বেসরকারি আফিল, মহসেন, জুট স্পিনার্স, সোনালী ও এ্যাজাক্স পাটকলের শ্রমিকেরা এবং শিরোমনি এলাকায় অবস্থিত হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক–কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় শ্রমিকনেতারা বলেন, জুট র্স্পিনার্সের মালিক তাঁর অনুগত সিবিএ নেতাদেরকে ম্যানেজ করে শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ না করে শ্রমিক ঠকানোর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এদিকে আফিল জুট মিলের মাত্র কয়েকজন শ্রমিককে নামমাত্র টাকা দিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়া হয়েছে। বন্ধ থাকা অন্যান্য বেসরকারি পাটকলেও শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ করা হয়নি।

শ্রমিকেরা তাঁদের পাওনা না পেয়ে খুব কষ্টে দিন পার করছেন দাবি করে বক্তারা বলেন, অনেক শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছেন। এবার শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই সবকিছু উপেক্ষা করে তাঁরা দাবি আদায়ে রাজপথে নেমেছেন।

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মো. বাবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন, জুট স্পিনার্স মিলের সাবেক সিবিএ সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

মানববন্ধন থেকে ৮ ও ৯ এপ্রিল ঢাকা শ্রম মন্ত্রণালয়ে পাটমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্যের সঙ্গে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতাদের বৈঠক আছে বলে জানানো হয়। ওই বৈঠকে যদি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে কোনো সমাধান না হয়, তাহলে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের আফিলগেট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন শ্রমিকেরা।