কক্সবাজারে হোটেলের সুইমিংপুল থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের তারকা হোটেল রয়েল টিউলিপের সুইমিংপুল থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মরিয়ম চৌধুরী নামের ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। গোসলের সময় গভীর পানিতে ডুবে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত মরিয়মের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গ্রামে। মা সাবিনা ইয়াসমিন চৌধুরীর সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল শিশুটি। তাঁরা ওঠেন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উখিয়ার পাটোয়ারটেক সৈকতের তারকা হোটেল রয়েল টিউলিপ সি-পার্ল বিচ রিসোর্টে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তারকা মানের একটি হোটেলের সুইমিংপুলের অবস্থা বেহাল এবং শিশুর মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ রাতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির মৃত্যুর বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করেও রয়েল টিউলিপ হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত শিশুর মা সাবিনা ইয়াসমিন চৌধুরীর বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল সকালে মেয়েকে নিয়ে কক্সবাজার আসেন সাবিনা। বিকেলে রয়েল টিউলিপ হোটেলের সুইমিংপুলে নামেন তাঁরা। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে ওঠে। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, সুইমিংপুলে শিশুটির মৃত্যুর বিপরীতে হোটেল কর্তৃপক্ষের গাফিলতি কিংবা দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।