দিনাজপুরে মধ্যরাতে ট্রাকে আগুন দিল হেলমেট পরা দুর্বৃত্তরা

দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি ও ৩০ বস্তা ধান
ছবি: প্রথম আলো

দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি ও ৩০ বস্তা ধান। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালকের সহকারী ইমরান হোসেন (২৪) বলেন, পঞ্চগড়ের হাঁড়িভাসা এলাকা থেকে তাঁরা ট্রাকে ধান তোলেন। সন্ধ্যার কিছুক্ষণ পর সেখান থেকে রওনা দেন। রাত দেড়টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের মাঝে চারটি মোটরসাইকেলে করে ছয়জন লোক তাঁদের গাড়ি থামাতে বলেন। দুর্বৃত্তরা প্রথমে গাড়ির গ্লাসে ইট ছোড়ে। পরে চালক লিটন মিয়া (৩৮) গাড়ি থেকে নামলে তাঁকে ধাক্কাধাক্কি করতে থাকে। এ সময় গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারিসহ ৩০-৪০ বস্তার মতো ধান পুড়ে গেছে।

চালক লিটন মিয়া বলেন, মোট ছয়জন দুর্বৃত্ত ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। তাঁকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে যাই। ততক্ষণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটি এখন পুলিশি হেফাজতে কাহারোল থানায় আছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।’