বান্দরবানে সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানে নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কে সেকাদুঝিরি সেতুটি সোমবার বিকেলে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে।

সেকাদুঝিরি সেতুটি থানচি উপজেলা সদর থেকে সাড়ে ৯ কিলোমিটার দূরে।

তবে সেতুর পাশের দেয়ালে সামান্য ক্ষতি হলেও মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়নি বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। বিস্ফোরণ ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে গত শনিবার তামলাওপাড়া এলাকায় কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীরা ট্রাকচালক, সহকারী ও সড়ক নির্মাণশ্রমিকের ওপর হামলা করেছে। এখনো চাঁদার জন্য চারজনকে আটকে রেখেছে বলে পুলিশ জানিয়েছে। রোয়াংছড়িতে গত রোববার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার হত্যা ও দুজন সৈনিককে আহত করা হয়েছে বলে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

থানচির জনপ্রতিনিধি ও সড়কে চলাচলকারী লোকজন জানিয়েছেন, বেলা সাড়ে তিনটার দিকে কেএনএফের অস্ত্রধারীদের একটি দল সেকাদুঝিরি সেতুতে আসে। তারা সেতুতে বিস্ফোরণ ঘটায়। অস্ত্রধারীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন গিয়ে দেখেন মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু সেতুর ধারক দেয়ালে কিছু অংশ ভেঙে গেছে। তবে যানবাহন চলাচলের উপযোগী রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, বিস্ফোরণ ঘটার পর আতঙ্কে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। থানচি বাজারে এসে অনেকে আটকে পড়েছেন।
থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেছেন, সেকাদুঝিরি থানচি উপজেলার থানচি সদর ইউনিয়ন ও রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের সীমানায় পড়েছে। সেতুতে বিস্ফোরণ হলেও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার পর যানবাহন চলাচল করছে না। এমনিতে ওই সড়কে সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল করে না।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক জানান, সেকাদুঝিরির সেতুতে বিস্ফোরণের বিষয়টি তাঁরা শুনেছেন। সেতুটি খুবই মজবুত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।