মাদারীপুরে হাতকড়া নিয়ে পালানো আসামি ১২ ঘণ্টা পর গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি খোকন মুনশি। গতকাল রাতে মাদারীপুরের ডাসার থানায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের ডাসারে পুলিশের হাতে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী এলাকার একটি পাটখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে আসামিকে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার পথে ডাসার উপজেলার বয়াতিবাড়ি এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান। তাঁর নাম খোকন মুনশি (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুনশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন মুনশি ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন ডাসার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র মুখোপাধ্যায়। একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে মাঝে আসামিকে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুশীল। ডাসার থানার দিকে রওনা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ যাওয়ার পর আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেন। পরিত্যক্ত ইটভাটা দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। এরপর তাঁকে ধরতে অভিযানে নামে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গ্রামের একটি পাটখেতে আশ্রয় নিয়েছিলেন। পালিয়ে যাওয়া ওই আসামিকে আমরা ১২ ঘণ্টার মধ্যেই হাতকড়াসহ ফের গ্রেপ্তার করেছি। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে থানায় আনা হয়েছে। রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।’

আরও পড়ুন

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির প্রথম আলোকে বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।’