নাটোরে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোর শহরের কানাইখালী চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা আজ রোববার দুপুরেছবি: প্রথম আলো

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখালী চত্বরে আয়োজিত শিক্ষার্থী সমাবেশ থেকে এ কমিটি বিলুপ্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থী আজ দুপুর ১২টায় শহরের কানাইখালী চত্বরে এসে জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও সমাবেশে হাজির হন। পরে অভিভাবকদের অনেককেই মূল মঞ্চে আসন দেওয়া হয়। পরে অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি; বরং তাঁরা ফ্যাসিবাদের বন্দুকের সামনে অকাতরে বুক পেতে দিয়েছেন। বুকের রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। এখন দেশ গড়ার দিকে মনোযোগী হয়েছেন। এই সফলতার পেছনে সব শিক্ষার্থীর অবদান রয়েছে। তাই এখন আর সমন্বয়ক প্রয়োজন নেই। সবাই এই আন্দোলনের লড়াকু সৈনিক।

সমাবেশে সমন্বয়ক শিশির মাহমুদ, মো. হারুন, ওবাইদুর রহমান, মো. জনি প্রামাণিক, আবদুল্লাহ আল নোমান, নাফিস ফুয়াদ সাদ, রেজা রাব্বানী, জেরিন আক্তার, মারুফ আহম্মেদ, রুহুল আমিন, ইসাহাক আলীসহ কয়েকজন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি বক্তব্য দেন।