বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: জি এম কাদের

শেরপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউসে
ছবি: প্রথম আলো

বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘বর্তমানে যে পদ্ধতিতে বা বর্তমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার পরিবর্তন দরকার। তবে পরিবর্তন কীভাবে হবে, তা সবার (দল–মত) সঙ্গে কথা বলে একমত হতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘বর্তমানে আমাদের যে শাসনপদ্ধতি, সেখানে প্রধানমন্ত্রীর হাতে দেশের শতকরা ১০০ ভাগ ক্ষমতা ন্যস্ত করা আছে। কাজেই সম্পূর্ণ মন্ত্রিপরিষদ বা অন্য সবকিছু পরিবর্তন করা হলেও গুণগত পরিবর্তন হবে না। বর্তমান শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী যেখানে থাকবেন, সে রকম অবস্থাতেই চলতে থাকবে।’ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে পরিবেশ-পরিস্থিতি দেখে আমরা নির্ধারণ করব। আমাদের নীতিনির্ধারণী যাঁরা আছেন, দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসা নীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। ভিসা নীতিকে বিদেশি হস্তক্ষেপ বলা হলেও এই নীতি জনগণের মনের অবস্থার পক্ষে। তারা (যুক্তরাষ্ট্র) প্রত্যাশা করে, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই ভিসা নীতিকে সমর্থন করি।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।