তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর তরুণের লাশ উদ্ধার
পটুয়াখালীর দশমিনা উপজেলায় লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া তরুণের লাশ দুই দিন পর পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চঙ্গার চর এলাকায় নদীতে জেলেদের জালে লাশটি উঠে আসে। সাইফুল ইসলাম (২৫) নামের ওই তরুণ গত শুক্রবার ভোরে ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে নিজের বাড়ি যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হন।
পুলিশ জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে দশমিনার চঙ্গার চর এলাকায় তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে সাইফুলের লাশ আটকে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা লাশটি সাইফুলের বলে শনাক্ত করেন। সাইফুল রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে।
সাইফুলের ভাই বাদশা বিশ্বাস জানান, তাঁরা কৃষক। নিজেদের খেতের তরমুজ নিয়ে তাঁরা দুই ভাই ও তাঁদের বাবা হানিফ বিশ্বাস ঢাকায় যান। সেখানে তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সদরঘাট থেকে পূবালী-৫ নামের একটি লঞ্চে চর মোন্তাজের উদ্দেশে রওনা দেন তাঁরা। শুক্রবার ভোর পাঁচটার দিকে লঞ্চটির তৃতীয়তলায় পেছনে দুই ভাই ওজু করতে যান। সেখান থেকে সাইফুল তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন। দুই দিন ধরে তেঁতুলিয়া নদীতে খোঁজাখুঁজির পর আজ দুপুরে সাইফুলের লাশ উদ্ধারের খবর পান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।