নাটোরে চলন্ত ট্রেন থেকে ১৬টি তেলবাহী ওয়াগন হঠাৎ বিচ্ছিন্ন
নাটোরে চলন্ত ট্রেন থেকে তেলবাহী ১৬টি ওয়াগন (ট্যাংক) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুঝতে পেরে চালক ট্রেনটি থামিয়ে পেছনে নিয়ে এসে বিচ্ছিন্ন হওয়া ওয়াগনগুলো যুক্ত করে নিয়ে যান। গতকাল রোববার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটে।
মাধনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, ৩৩টি ওয়াগন নিয়ে পার্বতীপুর থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন মাধনগর স্টেশনে আসে গতকাল দুপুরের পরপরই। যাত্রীবাহী ট্রেন পারাপারের জন্য মালবাহী ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। সন্ধ্যা ছয়টার কিছু পরই ট্রেনটি মাধনগর রেলস্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়।
ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দক্ষিণে ২৪৩ নম্বর সেতু এলাকায় পৌঁছালে, হঠাৎ পেছন থেকে ১৬টি ওয়াগন বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে রেললাইনের আশপাশে থাকা অর্ধশত উৎসুক লোকজন রেললাইনে উঠে আসেন। এ সময় গতি থাকায় বিচ্ছিন্ন হওয়া ওয়াগনগুলো সামনে চলে এলে লোকজন তড়িঘড়ি করে রেললাইন থেকে সরে পড়েন।
পরে চালক ট্রেনটি থামিয়ে পেছনে নিয়ে আসেন এবং বিচ্ছিন্ন হওয়া ওয়াগনগুলো যুক্ত করেন। ট্রেনটিকে আবার মাধনগর স্টেশনে এনে রাখা হয়। অন্যান্য ট্রেন পারাপারের পর আবার মালবাহী ট্রেনটি খুলনার দিকে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মেহের আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা বেশ কয়েকজন ২৪৩ নম্বর রেলসেতু এলাকায় ঘোরাঘুরি করছিলেন। হঠাৎ ট্রেনটির কয়েকটি ওয়াগন খুলে গেলে তাঁরা রেললাইনে উঠে ঘটনাটি বোঝার চেষ্টা করছিলেন। মুহূর্তেই আশপাশের আরও অনেকেই ছুটে এসে ভিড় জমান। এর পরপরই বিচ্ছিন্ন হওয়া ওয়াগনগুলো সামনে এগিয়ে আসতে থাকে। তখন তাঁরা লাইন থেকে সরে যান।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. মমিন ইসলাম বলেন, দুটি ওয়াগনের মাঝের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই বিপত্তি ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রয়োজনীয় মেরামতের পর ট্রেনটি আবার ছেড়ে গেছে।