বিরোধীরা নির্বাচনে এলে ভালো হতো, শান্তি পেতাম: ইসি আহসান হাবিব

মাগুরায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি মো. আহসান হাবিব খান। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

‘আপনার ছেলে বা মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলেন। আমি গেলাম না। তাহলে কি ওইটা আনন্দমুখর হলো? সবাই আসলে আনন্দমুখর হয়।’

বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে না আসায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এ কথা বলেন।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় করেন ইসি আহসান হাবিব খান। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আহসান হাবিব খান বলেন, ‘সংবিধানকে রক্ষা করতে আমাদের এই পদ্ধতিটা করতে হয়েছে। কেউ যদি (নির্বাচনে) না আসে, তবে আমাদের কী করার আছে? আমাদের সিইসি (প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল) অনেক চেষ্টা করেছেন তাদের (বিরোধী দল) নির্বাচনে আনতে। এমনকি আমিও অনেকবার আহ্বান করেছি। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। (বিরোধীরা) আসলে খুব ভালো হতো। খুব মজা হতো। শান্তি পেতাম। এখন এই অশান্তির জন্য আমি কাকে দায়ী করব, আমি বুঝতে পারছি না।’

আরও পড়ুন

মতবিনিময় সভায় সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নানা রকম বার্তা দেওয়া হয়। আসন্ন নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ইসি আহসান হাবিব খান।