দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক রাজধানীতে আটক
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার সকাল ১০টায় তাঁকে আটক করে ডিবি।
নুরুল হক দোহার উপজেলার নারিশা গ্রামের পানজু বেপারীর ছেলে। তিনি পেশায় একজন জাহাজ ব্যবসায়ী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
দোহার থানা–পুলিশের সূত্র জানায়, নুরুল হক বেপারী ২০২২ সালের জুনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নামে দোহার থানা ও রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা আছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে নুরুল হক বেপারীর বিরুদ্ধে ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠানোর অভিযোগ আছে। মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ১১ বছর ছিল বলে জানা গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নুরুল হক বেপারীকে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে। তাঁকে দোহারের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে একই দিনে দোহার থানা–পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর থেকে মো. শাজাহান পত্তনদার ও মাহমুদপুর ইউনিয়নের শেখ রাসেল শিশু–কিশোর পরিষদের সভাপতি আবীর হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।