ইউপি কার্যালয়ে ১৪ মাস ধরে নেই বিদ্যুৎ সংযোগ

বকেয়া বিল সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০২১ সালের ১৪ অক্টোবর সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

বকেয়া বিল পরিশোধ না করায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ১৪ মাস ধরে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।

ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের জনসংখ্যা ২৫ হাজারের বেশি। পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এ কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিল। কার্যালয়ে প্রায় ৮১ হাজার ৬৯১ টাকা বকেয়া পড়ে। ওই বকেয়া বিল সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০২১ সালের ১৪ অক্টোবর সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ওই ইউনিয়ন পরিষদে সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের সচিব আনিসুর রহমান। মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এখানে বিদ্যুৎ নেই, কিন্তু সোলার প্যানেল আছে। সোলার প্যানেল দিয়ে ল্যাপটপ চালানো যায়।

* পশ্চিম ছাতনাই ইউপি কার্যালয়ের বকেয়া বিল ৮১ হাজার ৬৯১ টাকা। * জন্মনিবন্ধন, বিভিন্ন অনলাইন নিবন্ধনসহ অন্য কাজে লোকজনকে ছুটতে হয় পাশের ইউনিয়ন অথবা উপজেলা সদরে।

ইউপি সদস্যরা বলেন, দেশের সব ইউনিয়ন পরিষদের মাধ্যমে আধুনিক ও ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এ জন্য প্রতিটি ইউপি কার্যালয়ে স্থাপন করা হয় ডিজিটাল কেন্দ্র। কিন্তু ইউপি কার্যালয়ে দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় চলছে না কম্পিউটার, ফটোকপি মেশিনসহ অন্যান্য বিদ্যুচ্চালিত যন্ত্রপাতি। এতে ডিজিটাল সেবা গ্রহণে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা আবু ছোয়াদ বলেন, ‘বিদ্যুৎ না থাকায় সোলার প্যানেল দিয়ে যতটুকু সম্ভব কাজ করছি। ফটোকপি মেশিন এবং ছবি তোলার কাজ সোলার দিয়ে চলে না। ফলে জন্মনিবন্ধন, বিভিন্ন অনলাইন নিবন্ধনসহ ডিজিটাল অন্য কাজে ছুটতে হয় পাশের ইউনিয়ন অথবা উপজেলা সদরে। অধিকাংশ সময় পরিষদের ডিজিটাল সেবাকেন্দ্র বন্ধ থাকে।’

চার ইউপি সদস্যের অভিযোগ, এ ইউপিতে টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক সরকার। তাঁর সময়ে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এ টাকা তিনি কেন পরিশোধ করছেন না? আনোয়ারুল হকের উদাসীনতা এর জন্য দায়ী।

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকারের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ‘বিদ্যুৎ না থাকলে আপনার সমস্যা কী?’

এ বিষয়ে কথা বললে ডিমলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবদুল্লাহ আল কাফি বলেন, পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের কাছে ৮১ হাজার ৬৯১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের জন্য একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও পরিশোধ না করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।