উপদেষ্টার অপেক্ষায় ফেলে রাখা কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ শুরু
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ হাতে বিলি করবেন বলে রাজশাহী বিভাগের তিনটি উপজেলার কম্বল রেখে দেওয়া হয়েছিল। এদিকে রাজশাহীতে তীব্র শীত পড়ছে। এ নিয়ে গতকাল রোববার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আজ সোমবার সেই কম্বল বিতরণের অনুমতি মিলেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কম্বলগুলো শীতার্তদের মধ্যে বিতরণ শুরু করেছেন।
গত ২৪ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ হাতে শীতার্তদের মধ্যে বিতরণ করবেন বলে জেলা পরিষদ থেকে কম্বলগুলো প্রস্তুত রাখা হয়েছিল। উপদেষ্টার সফরসূচিতে ছিল উত্তরবঙ্গের ১২টি উপজেলায় হেলিকপ্টারে চড়ে তিনি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবেন। এ কারণে প্রতিটি উপজেলার জন্য সংশ্লিষ্ট জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার করে কম্বল প্রস্তুত রাখা হয়েছিল। তবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর উত্তরাঞ্চল সফর বাতিল করে ফিরে যান উপদেষ্টা। এমন অবস্থায় উপদেষ্টা আবার কম্বল বিতরণের জন্য আসবেন কি না, তা নিশ্চিত হতে পারছিলেন না প্রশাসনের কর্মকর্তারা। এর ফলে সেগুলো বিতরণ না করে ফেলে রাখা হয়েছিল।
এ নিয়ে গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘উপদেষ্টার সফর বাতিল, শীতার্তদের কম্বলের কী হবে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এরপরই স্থানীয়ভাবে এই কম্বল বিতরণের জন্য কর্তৃপক্ষ অনুমতি দেয়।
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি স্থানীয়ভাবে কম্বল বিতরণের অনুমতি পেয়েছেন। এরপর ইউএনওদের সেই কম্বল বিতরণ করার জন্য বলে দিয়েছেন।
পুঠিয়ার ইউএনও এ কে এম নূর ইসলাম বলেন, তাঁরা কম্বল বিতরণের অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে কম্বলগুলো বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেছেন। আর রাতে পুঠিয়া পৌর এলাকায় বিতরণ করবেন।
রাজশাহীর মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, আজ অনুমতি পাওয়ার পরে তিনি বিতরণ শুরু করেছেন। তিনি ইতিমধ্যে উপজেলার গোছা, লালইচ, সইপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আদিবাসীপল্লির গ্রামীণ জনগণের মধ্যে বিতরণ করেছেন। সন্ধ্যার পরে তিনি সইপাড়া এতিমখানায় কম্বল বিতরণ করছিলেন।
আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।