নেত্রকোনার দুটি আসনে আওয়ামী লীগের নতুন মুখ

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. মোশতাক আহমেদ রুহী এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আহমেদ হোসেন (ডানে) দলীয় মনোনয়ন পেয়েছেন
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে বর্তমান সংসদ সদস্যরা আওয়ামী লীগের মনোনয়ন পাননি। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নতুন দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে অন্য তিনটি আসনে বর্তমান সংসদ সদস্যরা দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মো. মোশতাক আহমেদ রুহীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ২০০৮ সালে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদারসহ ২২ জন মনোনয়ন ফরম কিনেছিলেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে টানা তিনবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালকে বাদ দিয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আহমেদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অবশ্য ওয়ারেসাত হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। ওই আসনে ওয়ারেসাত হোসেনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আনোয়ার হোসেনসহ ৯ জন মনোনয়ন ফরম কিনেছিলেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরুকে এবারও মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নৌকার মনোনয়নে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের চেয়ে ৮৬ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন। দশম নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও একাদশ নির্বাচনে তিনি আবার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এ আসনে আশরাফ আলী খান ছাড়াও সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমানসহ ১৯ জন মনোনয়ন ফরম কিনেছিলেন।

নেত্রকোনা–২, ৩ ও ৪ আসনের বর্তমান সংসদ সদস্যরা আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন
ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ছাড়া ওই আসনে সাবেক সংসদ সদস্য মনজুরুল কাদের কোরাইয়েশী, ইফতিকার উদ্দিন তালুকদারসহ ১৬ জন মনোনয়ন ফরম কিনেছিলেন।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজ্জাদুল হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব। ওই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই মারা যান। এরপর উপনির্বাচনে সাজ্জাদুল হাসানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাজ্জাদুল হাসানের বাবা প্রয়াত চিকিৎসক আখলাকুল হোসাইন গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই ওবায়দুল হাসান প্রধান বিচারপতি। সাজ্জাদুল হাসান ছাড়াও আসনটিতে বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীসহ ছয়জন মনোনয়ন ফরম কিনেছিলেন।