খুলনায় বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনায় একটি বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে খুলনা মহানগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের দাবি, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বর্জ্যবাহী একটি ট্রাক ওই বৃদ্ধকে চাপা দিয়েছে। তবে পুলিশ কিংবা কেসিসি কর্তৃপক্ষ বিষয়টি  নিশ্চিত করেনি।

নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৬২)। তিনি মহানগরের সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী দুজন দোকানদার বলেন, জলিল সাইকেলে চালিয়ে ডুমুরিয়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি শহর থেকে ময়লা নিয়ে রাজবাঁধ এলাকার ডাম্পিং স্টেশনের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনাস্থলটি মেট্রোপলিটন পুলিশের হরিণটা না থানা এলাকায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে একটি ময়লার গাড়ির ধাক্কায় আবদুল জলিল মারা গেছেন। তবে তিনি কেসিসির গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি এড়িয়ে গেছেন কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই।’